প্রকাশিত: Mon, Mar 4, 2024 9:59 AM
আপডেট: Mon, Jan 26, 2026 2:51 PM

[১]বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল একজন নোবেল বিজয়ীকে, এটা জাতির অংশ হয়ে থাকবে: ড. ইউনূস

এম.এ.লতিফ, আদালত প্রতিবেদক: [২] গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়ে আদালতের সাংবাদিকদের তার ছবি তুলে তা সংরক্ষণ করার জন্য পরামর্শ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। 

[৩] রোববার (৩ মার্চ) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজের এজলাস থেকে জামিন আদেশ পেয়ে বেরিয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

[৩] ইউনূস বলেন,‘আজকের এ ছবিটা আপনারা তুলে রাখুন। দুর্নীতি দমন কমিশন ও বটতলার এটি একটি ঐতিহাসিক ছবি হয়ে থাকবে। বিভিন্ন পত্রপত্রিকায় এটি প্রকাশিত হবে। যুগ যুগ ধরে নানান বইতেও এটা প্রকাশিত হবে। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।”

[৪] আজকের এ মামলাটি যুক্তিযুক্ত কি না, সেটি নিয়ে ভাবতেও সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। বলেন, “আপনারা বিবেচনা করুন, দুর্নীতি দমন কমিশন আজকে যে বিচার বসাল, এটা সঠিক হয়েছে কি না বা সঠিকভাবে হয়েছে কি না। আজ দুদকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল একজন নোবেল বিজয়ীকে। এটা রেকর্ডেড। জাতির অংশ হয়ে থাকবে। এটার জন্য কি আমরা গর্ববোধ করব নাকি অপরাধ বোধ করব? যারা সারাজীবন খেটে এ প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেলেন, তাদেরও মামলার আসামি করা হল!” সম্পাদনা: সমর চক্রবর্তী